ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ পার্লামেন্টের একাংশ খালি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
ব্রিটিশ পার্লামেন্টের একাংশ খালি

ঢাকা: ব্রিটিশ পার্লামেন্ট হাউজিংয়ে প্যাকেটে মোড়ানো সন্দেহজনক বস্তু পাওয়া গেছে। এজন্য সোমবার পার্লামেন্টের একাংশ খালি করা হয়।

পরে অবশ্য ব্রিটিশ এমপিরা তাদের নিজ নিজ কার্যালয়ে ফিরে যান।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানা গেছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানান, হাউজ অব পার্লামেন্টের বিপরীতে একটি অফিস বিল্ডিংয়ে প্যাকেজ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে ভবনটি খালি করা হয়েছে।

তিনি বলেন, ওয়েস্টমিনিস্টার আন্ডারগ্রাউন্ড স্টেশনের ওপরে ভবনটি অবস্থিত। এজন্য স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। ওই রাস্তায় পুলিশ জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে।

এর আগে গত আগস্টে ব্রিটেনের ইসলামিক স্টেটের যোদ্ধারা ইরাক ও সিরিয়া থেকে ফিরে আসছে এমন সংবাদে দেশটিতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।