ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২১১ বছর বয়সী যুগল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
২১১ বছর বয়সী যুগল! সংগৃহীত

ঢাকা: করম চাঁদ এবং কারতারি। পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী যুগল বলে মনে করা হয় তাদের।

ইংল্যান্ডের পশ্চিম ইয়র্কসিয়ার অঞ্চলের ব্রাডফোর্ড অঞ্চলের চার প্রজন্ম ধরে তাদের জন্মবার্ষিকী পালিত হয়ে আসছে।

নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর ২৩ নভেম্বর আট সন্তান এবং তাদের ঘরে ২৭ নাতি-পুতিদের অভ্যর্থনায় মুখরিত হয়ে ওঠে এই যুগলদের জন্মদিন।
১৯২৫ সালের ডিসেম্বর মাসে ভারতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

তাদের ছেলে পল চাঁদ বলেন, আমরা গর্ব বোধ করি আমাদের বাবা-মাকে প্রায় ১০০ তম বিবাহবার্ষিকী ‍উদযাপন করতে দেখে। এটা আমাদের পরিবারের জন্য একটি বিশেষ দিন। এদিনে কেবল পরিবারের সদস্যরাই আমরা একত্রিত হই তা নয়, ভারত থেকেও আমাদের স্বজনরা এ আনন্দের অংশীদার হয়।

তিনি বলেন, বাবা-মাকে এখনও সুস্থ দেখে আমাকে অনেকেই প্রশ্ন করেন তারা কি খান? আমি জবাবে বলি, গত ২০ বছর আমরা তাদের চিন্তা মুক্ত একটি জীবন দেওয়ার চেষ্টা করেছি।

১৯৬৫ সালে চাঁদ যুক্তরাজ্যে চলে আসেন। একটি কারখানা থেকে অবসর গ্রহণ করেন।

চাঁদ বলেন, আমি কোনো অবস্থাতেই জীবন উপভোগ করা থেকে পিছু পা হইনি। যা খেতে ইচ্ছা করেছে তাই খেয়েছি। এখনও বিকেলে নাস্তা খাওয়ার আগে একটি সিগারেট এবং সপ্তাহে তিন থেকে চারবার সামান্য হুইস্কি বা ব্রান্ডি খাই। তবে দৈনন্দিন খাবারে মাখন, দুধ, সবজি সব কিছুই চাই টাটকা।

বৈবাহিক জীবনে ৮৬ বছরই আমাদের সোনালী সময় কেটেছে, তবে আমরা প্রস্তুত রয়েছি সময় আসা মাত্র চলে যেতে। সব কিছুই ঈশ্বরের ইচ্ছা, কিন্তু সত্যিই আমরা অনেক ভাল সময় কাটিয়েছি। বলেন চাঁদ।

এ বছর করম চাঁদ ১০৯ বছরে পা রাখলেন এবং কারতারি ১০২ বছরে। দু’ জনের বয়স মিলিয়েই তারা ভাবেন ২১১ বছর কাটালেন পৃথিবীতে।

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।