ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দেড়শ’ কোটি বছর আগের পানির খোঁজ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
দেড়শ’ কোটি বছর আগের পানির খোঁজ! ছবি: সংগৃহীত

ঢাকা: এক হাজার বছর নয়, এক লাখ বছর নয়, এক কোটি বছরও নয়, দেড়শ’ কোটি বছর আগের পানির খোঁজ মিলেছে কানাডায়।

দেশটির অন্টারিও প্রদেশের তিমনিস নামে একটি কয়লা খনির দেড় মাইল গভীরের শিলাখণ্ড থেকে এই পানির খোঁজ পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা।



এতো পুরোনো পানির আবিষ্কার পৃথিবী ও মঙ্গলে প্রাণের অস্তিত্ব নিয়ে গবেষণার ব্যাপারে গুরুত্বপূর্ণ উপাত্ত হিসেবে কাজ করবে বলে মনে করছেন গবেষকরা।

দু’টি কানাডিয়ান ইউনিভার্সিটিসহ যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে পরিচালিত গবেষণা শেষে ল্যানচেস্টার ইউনিভার্সিটির ল্যানচেস্টার এনভায়রনমেন্ট সেন্টারের অধ্যাপক ড. গ্রেগ হল্যান্ড বলেন, এ সামান্য পানি সম্ভবত দেড়শ’ কোটি বছরেরও বেশি সময় আগে পৃথিবীর বাইরে থেকে এখানে এসেছে।

গবেষণা সূত্র বলছে, এই পানিতে ‘ঝেনন’ নামে এমন এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস রয়েছে যা পরীক্ষা করে এ সময় নির্ধারণ করা যাচ্ছে।

গবেষকরা বলছেন, ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক কোটি বছর আগের যে পানির খোঁজ পাওয়া গিয়েছিল এই পানি তার চেয়েও অনেক পুরনো।

এই পানির সঙ্গে প্রাণের অস্তিত্বের কোনো সম্পর্ক রয়েছে কিনা গবেষকরা এখন তা জানার চেষ্টা করছেন বলে জানান ল্যানচেস্টার এনভায়রনমেন্ট সেন্টারের অধ্যাপক হল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।