ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুষারধসে আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ১৯৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
তুষারধসে আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ১৯৬ ছবি: সংগৃহীত

ঢাকা: তুষার ধসে গত এক সপ্তাহে আফগানিস্তানের পানশির প্রদেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ এ।

সোমবারও (২ মার্চ) এই পাহাড়ী প্রদেশে ১০টি তুষারধসের ঘটনা ঘটে।

তবে এসব ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আফগান রেডক্রসের দুর্যোগ বিভাগের প্রধান বাব জান হাকিমি জানিয়েছেন, গত সপ্তাহে ৪০টি বরফ ধসের ঘটনা ঘটে পানশির এলাকায়। আকাশ এবং স্থল, উভয় পথেই উদ্ধার কাজ এবং জরুরি সহায়তা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

তবে উদ্ধারকর্মীরা এখনো এই এলাকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশে এখনও পৌঁছাতে না পারায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এদিকে আফগান প্রেসিডেন্ট  আশরাফ ঘানি শনিবার (২৮ ফেব্রুয়ারি) পানশির সফর করেন এবং নিহতদের স্মরণে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

রাজধানী কাবুলের দক্ষিণে অবস্থিত পানশির একটি ছোট পাহাড়ী প্রদেশ। এই অঞ্চলের বেশিরভাগ অধিবাসীই দরিদ্র। কৃষি কাজ, পশুপালন অথবা মুদিদোকান চালানোর মতো ছোটখাটো ব্যবসা পরিচালনার মাধ্যমে জীবন নির্বাহ করে থাকেন তারা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।