ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ২৫ বাসযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১০
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ২৫ বাসযাত্রী নিহত

হেরাত: আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তালেবানি কায়দায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ২৫ বাসযাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে ঘটনাটি ঘটে।



একই ঘটনায় ২০ জনেরও বেশি বাসযাত্রী আহত হয়েছেন বলে নিমরোজ প্রদেশের গভর্নর গোলাম দস্তগির আজাদ এ তথ্য জানান।

গোলাম দস্তগির আজাদ জানান, দুর্ঘটনার সময় বাসটি দেলারাম অঞ্চলের প্রধান সড়কে ভ্রমণ করছিল। তিনি বার্তাসংস্থা এএফপিকে আরও বলেন, বুধবার সকালে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা যাত্রীবাহী বাসে আঘাত করে।

ন্যাটো বাহিনীর বরাত দিয়ে আজাদ আরও বলেন, শত্রুরা বোমা পুঁতে রেখেছিল। কারণ বুধবার সকালে যৌথবাহিনীর গাড়িবহর ওই এলাকা দিয়ে যাওয়ার কথা ছিল।
 
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।