ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাসেলস এয়ারপোর্টে ১০৯ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মে ২৭, ২০১৫
ব্রাসেলস এয়ারপোর্টে ১০৯ ফ্লাইট বাতিল ছবি: সংগৃহীত

ঢাকা: ‘এয়ার ট্রাফিক কন্ট্রোলে’ জটিলতার কারণে ১০৯টি ফ্লাইট বাতিল করেছে বেলজিয়ামের ব্রাসেলস এয়ারপোর্ট কর্তৃপক্ষ। সূচি পরিবর্তন করেছে আরও অন্তত ২৫টি ফ্লাইটের।



বুধবার (২৭ মে) বিভিন্ন সময়ে উড়ে যাওয়ার জন্য নির্ধারিত ফ্লাইটগুলোর ব্যাপারে এই সিদ্ধান্তের কথা ওয়েবসাইটেই জানিয়েছে ব্রাসেলস এয়ারপোর্ট।

বেলজিয়ামের রাজধানীর প্রধান বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোর মধ্যে ওয়াশিংটন, মাদ্রিদ, মিউনিখ, লন্ডন, অ্যাথেন্স ও মালাগামী উড়োজাহাজ ছিল বলে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

বাতিল ও সময় পরিবর্তন ছাড়াও ব্রাসেলস এয়ারপোর্টের ওয়েবসাইটে ‘ডিলেইড’ দেখানো হয়েছে আরও কয়েকডজন ফ্লাইটকে।

‘এয়ার ট্রাফিক কন্ট্রোলে’ জটিলতার কথা বলা হলেও ঠিক কী কারণে এ বিপর্যয় ঘটেছে- সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি কর্তৃপক্ষ।

এই ফ্লাইট বিপর্যয়ের কারণে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন বলে জানাচ্ছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।