ঢাকা: দিল্লি ইউনিভার্সিটির অধীনে স্কুল অব ওপেন লার্নিং’র (এসওএল) বি কম চূড়ান্ত পরীক্ষার অর্থনীতি বিভাগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ মে) ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো প্রশ্নফাঁসের এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, পরীক্ষার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়। তবে এসওএল কর্তৃপক্ষ এ দায় অস্বীকার করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় এবং এসওএল-এর পরিচালনা পর্ষদের সভাপতি সিএস দুবে বলেন, তার কাছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন কোনো তথ্য নেই।
পর্যবেক্ষক প্যানেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা রামেশ গৌতমের কাছে জানতে চাইলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এটি/আরএইচ