ঢাকা: ইয়েমেনের রাজধানী সানায় পুলিশের কমান্ডো বাহিনীর প্রধান কার্যালয়ে এক বিস্ফোরণে অন্তত ৪৫ পুলিশ সদস্য নিহত হয়েছে।
বুধবার (২৭ মে) এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
শিয়াপন্থি হুথি ও তাদের সহযোগী বিদ্রোহীরা অভিযোগ করেছে, সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনীর বিমান হামলাতেই এ হতাহতের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণে কার্যালয়ের অন্তত তিনটি ভবন ও সেখানের কয়েকটি সামরিক গাড়ি বিধ্বস্ত হয়েছে।
এক বিবৃতিতে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যৌথবাহিনীর বিমান হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৪৫ সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত তিনশ’।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হোদেইদা প্রদেশে এক নৌ-ঘাঁটিতেও হামলা চালিয়েছে যুদ্ধবিমানগুলো। সেই সঙ্গে উত্তরাঞ্চলীয় সাদা ও হাজ্জাহ এলাকায়ও বিমান হামলার ঘটনা ঘটেছে।
তবে এসব এলাকায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ২৮, ২০১৫
আরএইচ