ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের দু’টি পাঁচ তারকা হোটেলে পৃথক গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
বৃহস্পতিবার (২৮ মে) মধ্যরাতে (গ্রিনিজমান সময় ২১টায়) বাগদাদের কেন্দ্রস্থলের দু’টি হোটেলে এ বোমা হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
প্রথম বোমা বিস্ফোরণ ঘটে বেবিলন হোটেল, যেখানে দেশটির সরকারি কর্মকর্তারা প্রায়ই সভা ও সংবাদ সম্মেলন করে থাকে।
এর কয়েক মিনিটের মধ্যেই বেবিলন হোটেলের কাছে ক্রিস্টাল হোটেলে (পুরাতন সেরাটন হোটেল) দ্বিতীয় বোমা বিস্ফোরণ ঘটে। যখন বোমা বিস্ফোরণটি ঘটে সাধারণত বৃহস্পতিবারের ওই সময়টায় ক্রিস্টাল হোটেল এলাকায় ভিড় থাকে।
বিস্ফোরণ দু’টির মধ্যে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, বিস্ফোরণকালে হোটেল দু’টিতে অনেক এনজিও কর্মী ও সাংবাদিক ছিলেন। ওই দুই হোটেলে উচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবং কড়া চেকিং থাকার পরও এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল বলে সংবাদ মাধ্যমটি জানায়।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মে ২৯, ২০১৫
আরএম