ঢাকা: মিশরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে একটি পুলিশ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন মারা গেছেন। এদের মধ্যে তিন জন পুলিশ কর্মকর্তা ছিলেন।
শনিবার (৩০ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। শুক্রবার (২৯ মে) দিনগত রাতে রাজধানী থেকে প্রায় ১শ’ কিলোমিটার (৬২ মাইল) দূরে বেনি সুইফ প্রদেশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ট্রাক এবং পুলিশ ভ্যান সংঘর্ষ হলে দু’টি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১৬ জন নিহত হন এবং চার জন আহত হন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, যানবাহন নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার কারণে মিশরে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর দেশটিতে প্রায় ১২,০০০ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এটি