ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে যাত্রীবাহী বাসে হামলায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
পাকিস্তানে যাত্রীবাহী বাসে হামলায় নিহত ২১ ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে দু’টি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।



শুক্রবার (২৯ মে) রাতে বন্দর নগরি করাচির পথে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাস্তুং জেলায় হামলার ঘটনাটি ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার (৩০ মে) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মাস্তুং জেলা কমিশনার আকবর হারিফাল সংবাদমাধ্যমকে বলেন, বন্দুকধারীদের পরিচয় এখনও জানা যায়নি। সংখ্যায় তারা ১৫ থেকে ২০ জন হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধানে ব্যাপক অনুসন্ধান পরিচালিত হচ্ছে।

যাত্রীবাহী বাস দু’টিতে মোট কত সংখ্যক যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানান, হামলার ঘটনায় জড়িতদের সন্ধানে চারটি হেলিকপ্টার সহায়তা দিচ্ছে।

কোনো সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করা হয়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।