ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিনাইয়ে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ৩১, ২০১৫
সিনাইয়ে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ

ঢাকা: মিশরের সিনাই উপত্যকায় প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় রোববার (৩১ মে) সকালে সিনাইয়ের রাজধানী এল-আরিশের বাইরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

জঙ্গিরা এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর গ্যাস পাইপলাইনে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে এনে গ্যাসের প্রবাহ বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সংগঠনের পক্ষ থেকেও হামলার দায় স্বীকার হয়নি।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ৩১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।