ঢাকা: মিশরের সিনাই উপত্যকায় প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় রোববার (৩১ মে) সকালে সিনাইয়ের রাজধানী এল-আরিশের বাইরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর গ্যাস পাইপলাইনে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে এনে গ্যাসের প্রবাহ বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সংগঠনের পক্ষ থেকেও হামলার দায় স্বীকার হয়নি।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ৩১, ২০১৫
আরএইচ