ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিনে ২ জনের বেশি মানুষ মারে মার্কিন পুলিশ !

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মে ৩১, ২০১৫
দিনে ২ জনের বেশি মানুষ মারে মার্কিন পুলিশ ! সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের পুলিশ প্রতিদিন গড়ে দুই জনের বেশি মানুষ হত্যা করে, যাদের মধ্যে কৃষ্ণাঙ্গ মানুষের সংখ্যাই বেশি।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করে।



প্রতিবেদনে বলা হয়, এ বছরের প্রথম পাঁচ মাসে মার্কিন পুলিশ ৩৮৫ জন ব্যক্তিকে হত্যা করেছে। তাদের অধিকাংশই কৃষ্ণাঙ্গ।

বার্ষিক হিসেবে দেখা যায়, ২০০৮ সাল থেকে প্রতি বছর মার্কিন পুলিশের হাতে গড়ে প্রায় ৪০০ জন মারা যান।

দেশটির সাবেক পুলিশ প্রধান জিম বুরমান এ প্রসঙ্গে বলেন, কতজন আসামি পুলিশের হাতে নিহত হন এর সঠিক হিসেব না করা হলে নিহতের হার কমিয়ে আনা সম্ভব হবে না।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পুলিশের হাতে শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার সংখ্যা তিনগুণ বেশি।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এটি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।