ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে পুলিশের ওপর আত্মঘাতী হামলায় নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুন ১, ২০১৫
ইরাকে পুলিশের ওপর আত্মঘাতী হামলায় নিহত ৩৭ ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকে পুলিশের একটি কার্যালয়ে জঙ্গিদের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে।

সোমবার (০১ জুন) বাগদাদের উত্তরে সামারা ও থারথার লেকের মাঝে পুলিশের একটি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



সামারা হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, নিহত ৩৭ জনের মরদেহই হাসপাতালে আনা হয়েছে।

কোনো সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করে নেওয়া হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে একই দিন আনবার প্রদেশের রাজধানী রামাদির পূর্বে আল সিদ্দিকিয়া শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অতর্কিত হামলায় অন্তত ৩৩ সৈন্য নিহত হয়। এছাড়া আহত হয় আরও ৪০ সেনা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ০১, ২০১৫
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।