ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পেট্রোলবাহী লরি দুর্ঘটনা

নাইজেরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুন ১, ২০১৫
নাইজেরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯

ঢাকা: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে পেট্রোলবাহী লরি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে গিয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।



দেশটির আনামব্রা প্রদেশের রাজধানী ওনিতসায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের মুখপাত্র উচেন্না এজেহের বরাত দিয়ে সোমবার (০১ জুন) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

উচেন্না জানান, স্থানীয় সময় রোববার (৩১ মে) রাতে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসস্টেশনে দুর্ঘটনার মুখে পড়ে। এসময় লরিটির পেট্রোলপূর্ণ ট্যাংকার বিস্ফোরিত হয়। নিহতদের সবাই বিস্ফোরণে সৃষ্ট আগুনে পুড়ে মারা গেছেন।

লরিটির চালক কীভাবে নিয়ন্ত্রণ হারালেন, সে ব্যাপারে কিছু জানা না গেলেও পুলিশ এই ঘটনাকে একটি দুর্ঘটনা বলেই মনে করছে বলে জানান উচেন্না।

দুর্ঘটনার সময় আরও অন্তত ১১টি গাড়িতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে রেডক্রস। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাটি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ০১, ২০১৫
আরএইচ

** নাইজেরিয়ায় পেট্রোলবাহী লরি দুর্ঘটনায় নিহত ৩৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।