ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘গুপ্তচর’ কবুতর আটক নিয়ে ডনের ব্লগে ব্যঙ্গ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জুন ৫, ২০১৫
‘গুপ্তচর’ কবুতর আটক নিয়ে ডনের ব্লগে ব্যঙ্গ!

ঢাকা: সম্প্রতি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টিলিজেন্সের (আইএসআই) গুপ্তচর সন্দেহে একটি কবুতর আটক করে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)। কবুতরটি আটকের পর ‘র’ এর পক্ষ থেকে বলা হয়, কবুতরটি আইএসআই’র বিশেষ মিশন নিয়ে ভারতে কাজ করছিল।



তবে, এটিকে আটক করার প্রায় ছয়দিন পর পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের ব্লগে বৃহস্পতিবার (৪ জুন) ব্যঙ্গ করে একটি লেখা ছাপানো হয়েছে। নাদিম এফ. পারাচা নামে ডনের বিশিষ্ট কলাম লেখকের ওই লেখাটির শিরোনাম দেওয়া হয়েছে ‘পাকিস্তানি গুপ্তচর কবুতর: প্রমাণ’।

ওই লেখায় বলা হয়, কবুতরটি যে ভারতের ভেতরে ও ওপরে গোয়েন্দাবৃত্তি চালিয়েছিল, তার কিছু ছবি প্রকাশ করেছে ‘র’। ‘র’ এর একটি তোতাপাখির তোলা ওই ছবিগুলোই তা প্রমাণ করেছে। এ বিষয়ে ‘র’ এর প্রধান রজার বিনি (বিনি মূলত ভারতের সাবেক একজন ক্রিকেটার, প্রকৃতপক্ষে ‘র’ এর বর্তমান প্রধান রাজিন্দার খান্না) বলেন, পাকিস্তানি গোয়েন্দা কবুতরটির কোড নেম ঘুতারঘুম খান। এটি বেশ ক’বছর ধরে ভারতের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তৎপরতা চালাচ্ছিল। তার তৎপরতা চলে থাকতে পারে এক দশকেরও বেশি সময়!

প্রকাশিত ছবিগুলোর বর্ণনা আরও ব্যঙ্গাত্মক করে দেওয়া হয় ওই লেখায়।


ঘুতারঘুম খান ‘র’ প্রধানের বাড়িতে তার পালিত রাজহাঁসের ওপর গোয়েন্দাবৃত্তি করছে!
 

ভারতীয় একটি নারী কবুতরকে প্রতারণার ফাঁদে ফেলে দলে ভিড়িয়েছে ঘুতারঘুম খান!


বিহারের পরমাণু চুল্লির বাইরে ঘুতারঘুম খানের একটি সেলফি!


ভারতের একটি কাঠবিড়ালীর সঙ্গে ঘুতারঘুমের লড়াই চলছে। পরে কাঠবিড়ালীটিকে কাছের একটি জলাশয়ে মৃত অবস্থায় পাওয়া যায়!


ভারতের নদী দূষিত করছে ঘুতারঘুম খান!


একজন নিষ্পাপ ভারতীয় শিশুকে লক্ষ্য করে আকাশ থেকে হামলা চালাচ্ছে ঘুতারঘুম খান!


আকাশ থেকে হামলার পরিমাণ বাড়িয়ে দিতে ঘুতারঘুমকে অর্থ দিচ্ছে আইএসআই’র একজন এজেন্ট!


ভারতীয় অভিনেত্রীর ছদ্মবেশ নিল ঘুতারঘুম খান!


ভারতে একটি টেস্ট ম্যাচে ব্যাঘাত ঘট‍ায় ঘুতারঘুম খান। বিশেষত ভারতের দ্রুততম, মারাত্মক, অনেক বেশি সেরা (বেস্টেস্ট) পেসার ইশান্ত শর্মাকে আহত করার অপচেষ্টা ঘুতারঘুম খানের!


মোদী-ওবামা বৈঠকের সময় ঘুতারঘুম খানের গোপন ও কৌশলগত অবস্থান!

ঘুতারঘুম খান সৃষ্ট ভয়াবহ বিপর্যয়!


অবশেষে পাকড়াও ঘুতারঘুম খান। গণপ্রজাতন্ত্রী ভারত নিরাপদ। ‘র’ দীর্ঘজীবী হোক। ঘুতারঘুমের উচ্চারিত শেষ বাক্য, ‘মাই নেম ইজ ঘুতারঘুম খান, অ্যান্ড আই অ্যাম নট অ্যা স্পাই’!

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।