ঢাকা: ঘানার রাজধানী আকরার একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি দু’শ ছাড়িয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গত বুধবার (০৩ জুন) রাতে মৌসুমি ঝড়ের পর হঠাৎই পেট্রোল স্টেশনে আগুন ধরে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ১১ জনের প্রাণহানির পর বৃহস্পতিবার (০৪ জুন) তা বেড়ে ৯৬ জনে দাঁড়ানোর খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
তবে শুক্রবার (০৫ জুন) শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণহানির সংখ্যা দু’শ ছাড়ানোর কথা জানা যায়।
বিস্ফোরণের ঘটনাকে জাতীয় বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্ক ওইংগু।
এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে উদ্ধারকর্মীরা অভিযান অব্যাহত রেখেছেন।
এদিকে, বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেড় কোটি ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
জেডএস/