ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিধস, ৮ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
ইন্দোনেশিয়ায় ভূমিধস, ৮ জনের মৃত্যুর আশঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে ব্যাপক ভূমিধসের ঘটনায় আট জন নিখোঁজ রয়েছেন।

রোববার পাপুয়ার প্রত্যন্ত ওই পাহাড়ী অঞ্চলে এ ভূমিধসের ঘটনা ঘটে।



মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, এ ঘটনায় নিখোঁজদের কেউই আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

পাপুয়া পুলিশের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, সোমবার পর্যন্ত এ ভুমিধসের খবর স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছয়নি। খারাপ আবহাওয়ার কারণে দেরিতে উদ্ধারকাজ শুরু হয়েছে ।

ছয় নির্মাণ শ্রমিকসহ আট জন ভূমিধসের কাঁদামাটি ও পাথরের নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে বলেও জানান এই মুখপাত্র।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।