ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উড়িষ্যায় মাওবাদী হামলায় নিহত ৩ বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
উড়িষ্যায় মাওবাদী হামলায় নিহত ৩ বিএসএফ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উড়িষ্যার মালকানগিরিতে স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছে ৩ বিএসএফ জওয়ান। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে ৬ জন।



বুধবার সকালে উড়িষ্যার সুকমা-মালকানগিরি সীমান্তে এ ঘটনা ঘটে। বিএসএফের দাবি, মাওবাদী বিদ্রোহীরা ওই স্থল মাইন পেতে রেখেছিলো।

বিএসএফ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত চিত্রকোন্ডায় মাওবাদী বিরোধী অভিযান চলার সময়ই  এই স্থল মাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

প্রসঙ্গত, উড়িষ্যার মালকানগিরিকে মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে মনে করা হয়। তবে, গত তিন বছরের মধ্যে এই প্রথম এত বড় বিস্ফোরণ ঘটলো সেখানে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।