ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে সংঘর্ষে ৩ লেবাননি সেনা ও ১ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১০
ইসরাইলের সঙ্গে সংঘর্ষে ৩ লেবাননি সেনা ও ১ সাংবাদিক নিহত

আদাইশেহ: ইসরাইল ও লেবাননের সেনাদের মধ্যে মঙ্গলবার বন্দুকযুদ্ধে অন্তত তিন লেবাননী সেনা ও একজন সাংবাদিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন ইসরাইলী সেনা।



২০০৪ সালের যুদ্ধের পর দুই দেশের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ সীমান্ত-লড়াই বলে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

লেবাননের হেজবুল্লাহ টিভি ও আল-মানার  জানিয়েছে, সংঘর্ষে সেনা বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। তবে খবরের সত্যতা কোনো পক্ষ থেকেই নিশ্চিত করা হয় নি।

লেবাননের একজন নিরাপত্তাকর্মী জানান, সংঘর্ষে বেশ কয়েকজন ইসরাইলি সেনা আহত হয়েছেন।

তিনি আরও জানান, হতাহতের সংখ্যা যাতে আর না বাড়ে সে লক্ষ্যে ইসরাইলের পক্ষ থেকে লাউড স্পিকারে যুদ্ধ বিরতির আহ্বান জানানো হয়।

এতে বন্দুকযুদ্ধ শুরু হওয়ার চার ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়।

বাংলাদেশ সময় ২১২১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।