ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘চাপালা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ইয়েমেনের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘চাপালা’

ঢাকা: ইয়েমেন উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে আরব সাগরে সৃষ্ট শক্তিশালী মৌসুমি ঝড় ‘চাপালা’। সোমবার (০২ নভেম্বর) এটি ইয়েমেন উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ইউএস জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।



শুক্রবার (৩০ অক্টোবর) রাতেই ক্যাটাগরি-৪ ঝড়ে রুপান্তরিত হওয়া ‘চাপালা’ দ্রুতই শক্তি সঞ্চয় করছে। ঘণ্টায় ১৩০ মাইল বাতাসের বেগে এটি এগুচ্ছে।

উপগ্রহ চিত্রে দেখা যায়, ‘চাপালা’র চোখ ৯ মাইল বিস্তৃত। যা অক্টোবরের শেষে প্রশান্ত মহাসাগরে তৈরি হারিকেন ‘প্যাট্রিসিয়া’র কাছাকাছি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, আরব সাগরের পশ্চিমে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘চাপালা’ ইয়েমেনের সমুদ্র উপকূলবর্তী শহর মুকাল্লায় সোমবার আঘাত হানতে পারে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অঞ্চলটিতে ইতিমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশটির আবহাওয়া অধিদফতরের এক মুখপাত্র বলেন, ভারীবর্ষণ, ভূমিধসসহ ঘণ্টায় ২০০ কি. মি. বেগে দমকা হাওয়া বয়ে ইয়েমেন উপকূল অতিক্রম করবে  ‘চাপালা’।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।