ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল কিশোরের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল কিশোরের সাহিল চন্দ্রকান্ত এশ্বরকার

ঢাকা: সেলফি জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। নিজের ছবি নিজে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার এই প্রবণতা দিন দিনই যেন বাড়ছে।

আর এটা করতে গিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন কাণ্ড ঘটাচ্ছেন অনেকে। কেউ হয়তো পিস্তলের ব্যারেল মাথায় ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে বেঘোরে হারাচ্ছেন প্রাণ, কেউব‍া পড়ে যাচ্ছেন ভবনের ছাদ থেকে। এবার ভারতে ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক কিশোরের।

মুম্বাইয়ের শহরতলী কানজুরমার্গে সোমবার (০২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর পৌনে দুইটার দিকে (বাংলাদেশ সময় বিকেল সোয়া দুইটা) এ ঘটনা ঘটে বলে বুধবার (০৪ নভেম্বর) জানানো হয় স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

খবরে বলা হয়, সাহিল চন্দ্রকান্ত এশ্বরকার (১৪) নামের ওই কিশোর সেলফি তুলতে নাহুর রেলওয়ে স্টেশনে থেমে থাকা একটি ট্রেনের ছাদে ওঠে। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে সে স্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুরলা রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, কানজুরমার্গে সেন্ট জেভিয়ার্স হাইস্কুলের স্ট্যান্ডার্ড নাইনের ছাত্র ছিল সাহিল। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে সেলফি তোলার ইচ্ছে হলে ওই ট্রেনের ছাদে ওঠে সে। আমরা সাহিলের মোবাইল ফোন অনুসন্ধান করছি। ফোনটি খুঁজে পেলেই আমরা বুঝতে পারবো, দুর্ঘটনার সময় আসলে কি ঘটেছিল।

এর আগে চলতি বছর জানুয়ারিতে মুম্বাইয়ের জোগেশ্বেরি রেলওয়ে ইয়ার্ডে একই কায়দায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনাবশত ২৫ হাজার ভোল্টের তারে জড়িয়ে প্রাণ যায় গণেশ কুমকুমাওয়াতি (১৬) নামের এক কিশোরেরও।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।