ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস, পাশে রয়েছি বন্ধু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
প্যারিস, পাশে রয়েছি বন্ধু ছবি: সংগৃহীত

ঢাকা: শুক্রবারের (১৩ নভেম্বর) নারকীয় হামলার পর ফরাসিদের পাশে দাঁড়িয়েছেন সবাই। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ সহমর্মিতা জানিয়ে ‘ন্যু সম পারি’ অর্থাৎ ‘আমরা পারি’ বার্তা পৌঁছে দিচ্ছেন।



ওয়াশিংটন থেকে সিডনি, টোকিও থেকে মন্ট্রিল, পূর্ব-পশ্চিম- সবাই ভাগ করে নিচ্ছেন এ অপূরণীয় ক্ষতি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ছিলো ফ্রান্স-ইংল্যান্ডের পূর্বনির্ধারিত প্রীতি ফুটবল ম্যাচ। হামলার পর স্বাভাবিকভাবেই ম্যাচটি স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু ফ্রান্সের পাশে থাকতে সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছে খোদ ইংল্যান্ড। নির্ধারিত সময়েই ফুটবল টিম পাঠাবে তারা।


পাশাপাশি ‘লা মার্স‍াই’ (ফ্রান্সের জাতীয় সঙ্গীতের শিরোনাম) হ্যাশট্যাগ দিয়ে প্রচারণা চালাচ্ছেন ইংলিশ সমর্থকরা। উদ্দেশ্য, ফ্রান্সে গিয়ে খেলার মাঠে উপস্থিত থেকে তাদের পাশে দাঁড়ানো।
 
পিছিয়ে নেই রাষ্ট্রপ্রধান, রাজনীতিকরা ও ধর্মগুরুরাও। বিভিন্নভাবে তারাও পৌঁছে দিয়েছেন সহমর্মিতার বার্তা। পাশাপাশি নানাভাবে ব্যক্ত করেছেন ঘটনার নিন্দা। এক নজরে সেগুলো দেখে নেওয়া যাক।


শেখ হাসিনা (বাংলাদেশের প্রধানমন্ত্রী)
প্যারিস জুড়ে এসব হামলায় নিরাপরাধ মানুষের প্রাণহানি ও জখম হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমরা ফরাসি সাধারণ নাগরিক ও সরকারের প্রতি সংহতি জানাচ্ছি।

ইউরোপিয়ান ইউনিয়ন
হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় সোমবার (১৬ নভেম্বর) এক মিনিটের নীরবতা কর্মসূচি দিয়েছে সংস্থাটি।

বারাক ওবামা (মার্কিন প্রেসিডেন্ট)
এই স্বজন হারানোর ঘটনা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তবে স্বাধীনতা, সমতা ও ভাতৃত্ববোধ শুধু ফরাসিরাই নয়, আমরাও প্রদর্শন করি।

কুইন এলিজাবেথ-দুই (ব্রিটেন)
গভীরভাবে মর্মাহত।

ডেভিড ক্যামেরন (ব্রিটিশ প্রধানমন্ত্রী)
যেকোনো প্রয়োজনে বন্ধু ফ্রান্সের পাশে রয়েছি।

নরেদ্র মোদি (ভারতের প্রধানমন্ত্রী)
এ ঘটনা ভীষণ যন্ত্রণা ও শঙ্কার।

হাসান রৌহানি (ইরানের প্রেসিডেন্ট)
এটি মানবতাবিরোধী অপরাধ।

দিমিত্রি মেডভেডেভ (রাশিয়ার প্রধানমন্ত্রী)
প্যারিস ট্র্যাজেডি আমাদের এক হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দেয়।

জি জিনপিং (চীনের প্রেসিডেন্ট)
ফরাসিদের এ দুঃখের দিনে আমি হামলাকারী বর্বরদের কঠোর শাস্তির দাবি জানাই।

পোপ ফ্রান্সিস
এ হামলার জন্য মানবিক বা ধর্মীয়, কোনো যুক্তিই থাকতে পারে না।

মারিয়ানো রাহোই (স্পেনের প্রধানমন্ত্রী)
আমরা সবাই ফ্রান্স (উই আর অল ফ্রান্স)।

মুহাম্মাদু বুহারি (নাইজেরিয়ান প্রেসিডেন্ট)
এটি বর্বরোচিত হামলা। সব ধরনের মানবিক মূল্যবোধ ও সভ্যতার প্রতি ক্ষমার অযোগ্য অপমান এটি।

শেখ আবদুলরাজেক খানকা (আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম)
ঘৃণ্য। এখন সময় সবাই একজোট হয়ে এই অত্যাচারীদের প্রতিহত করা।

বেঞ্জামিন নেতানিয়াহু (ইসরায়েলের প্রধানমন্ত্রী)
ইসরায়েল কাঁধে কাঁধ মিলিয়ে ফ্রান্সের পাশে দাঁড়াবে। সেদেশের জনগণের সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএস

** প্যারিসে সন্ত্রাসীদের ব্যবহৃত গাড়িতে ‘কিছুসংখ্যক’ একে-৪৭
** প্যারিসের প্রথম হামলাকারী চিহ্নিত
** সব জায়গায় রক্ত আর মাংসপিণ্ডের ছড়াছড়ি
** ফরাসি হামলাকারীর বাবা-ভাই পুলিশি হেফাজতে
** তিন প্রশিক্ষিত জঙ্গি দলের সমন্বয়ে প্যারিসে হামলা
** প্যারিস হামলায় হতাহতে শেখ হাসিনার নিন্দা ও শোক
** বাংলাদেশিদের তথ্য জানতে দূতাবাসে হটলাইন
** হামলার শঙ্কায় বন্ধ লুভর-আইফেল টাওয়ার
** শীর্ষ টার্গেটেই থাকবে ফ্রান্স, হুমকি আইএসের
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিসের বোমাবাজের মরদেহে সিরিয়ান পাসপোর্ট
** প্যারিস হামলার পর ভারতে সর্বোচ্চ সতর্কতা

** প্যারিস হামলায় আইএস জড়িত, এটা যুদ্ধের শামিল
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিস হামলায় আইএসের দায় স্বীকার
** ফ্রান্সে ৩ দিনের শোক ঘোষণা
** খেলার মধ্যেই কাঁপলো ‘স্টাদে দ্য ফ্রান্স’ (ভিডিও)
** নিহত আট হামলাকারীর সাতজনই ছিলো আত্মঘাতী
** প্যারিস হতাহতে বাংলাদেশি থাকার খবর নেই
** থিয়েটার হলে জিম্মিদের একে একে জবাই করে জঙ্গিরা
** সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস
** জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫৩ জনের মৃত্যু
** ফ্রান্সে জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ
** বাতাক্লঁয়ে হামলাকারীদের একজন ফরাসি নাগরিক
** প্যারিসে হামলায় ওবামার নিন্দা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।