ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নরওয়ে ও চীনের দুই নাগরিককে হত্যার দাবি আইএসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
নরওয়ে ও চীনের দুই নাগরিককে হত্যার দাবি আইএসের

ঢাকা: নরওয়ে ও চীনের দুই নাগরকিকে হত্যার দাবি করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তাদেরকে অপহরণের পর দুই মাস আগে মুক্তিপণ দাবি করে সংগঠনটি।



বুধবার (১৮ নভেম্বর) জঙ্গি সংগঠনটির ইংরেজি ভাষায় প্রকাশিত একটি ম্যাগাজিনে বন্দিদের হত্যার দাবি করা হয়। এতে একটি পৃষ্ঠায় নিহতদের মরদেহের ছবিও প্রকাশ করা হয়েছে।

ম্যাগাজিনটির খবরে প্রকাশিত ছবির ক্যাপশনে লেখা হয়েছে, অবিশ্বাসী জাতি ও সংস্থা কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পর হত্যা করা হয়েছে।

এর আগে জঙ্গি সংগঠনটি জানায়, ওলে জোহান গ্রিমসগার্ড-ওফস্তাদ (৪৮) নামে এক নরওয়ের অসলো বাসিন্দা ও ফান জিঙ্গুই (৫০) নামে এক চীনের বেইজিংবাসী ফ্রিল্যান্স কনসালটেন্টকে অপহরণ করা হয়েছে। তবে কবে এবং কোথা থেকে তাদের অপহরণ করা হয়, সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি জঙ্গিরা।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।