ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
নেপালে ফের ভূমিকম্প

ঢাকা: ফের স্বল্পমাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে হিমালয় রাষ্ট্র নেপালে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা সোয়া দশটার দিকে এই ভূকম্পনটি অনুভূত হয়।



মধ্যাঞ্চলীয় নাগরকোট শহর থেকে ২৬ কি.মি উত্তর ও উত্তর-পূর্বে এবং রাজধানী কাঠমান্ডুর ৪১ কি.মি. উত্তর-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৫ মাত্রার এই ভূকম্পনটির উৎপত্তিস্থল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউএস জিওলজিক্যাল সার্ভে(ইউএস)। ‍

উল্লেখ্য,নেপালে চলতি বছরের এপ্রিল ও মে মাসে পরপর দু’টি ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্পে মারা যান ৮ হাজারেরও বেশি মানুষ।

২৫ এপ্রিল প্রথম দফার ভূমিকম্পে মারা যায় প্রায় ৮ হাজার দুইশ’ মানুষ। এর কয়েকদিন পরই ১২ মে অপর একটি ভূমিকম্পে নিহত হয় আরও শতাধিক মানুষ। এসব ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতির ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি।

বাংলাদেশ সময়: ১২৩৫/ ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।