ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস রুখতে জাপানের নতুন গোয়েন্দা সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আইএস রুখতে জাপানের নতুন গোয়েন্দা সংস্থা

ঢাকা: প্যারিসে ইসলামিক স্টেটের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রমের খোঁজখবর রাখতে একটি নতুন গোয়েন্দা ইউনিট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে জাপান।

এই গোয়েন্দা ইউনিটের কার্যক্রম কবে শুরু হবে বৃহস্পতিবার সে ব্যাপারে কিছু জানাননি জাপানের মুখ্য কেবিনেট সচিব ইয়েশোহিদে সুগা।

তবে আগামী ফেব্রুয়ারির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ইউনিটটির পথ চলা শুরু হবে বলে জানিয়েছে জাপানের নিক্কি বিজনেস ডেইলি।

এর মাধ্যমে  বৈশ্বিক সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় জাপানের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন জাপানের কেবিনেট সচিব।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিকে জঙ্গি সংগঠন আইএস তাদের হাতে বন্দি এক জাপানি নাগরিককে হত্যা করলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সরকার এ ধরনের একটি গোয়েন্দা ইউনিট গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন।

নিক্কি জানিয়েছে, নতুন ইউনিটটি প্রতিরক্ষা মন্ত্রণালয়, পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত হবে।

আগামী বছর জাপানে বিশ্বের শীর্ষ উন্নত দেশগুলোর জোট গ্রুপ অব সেভেন বা জি-সেভেন এর এর বৈঠক অনুষ্ঠিত হবে। হাই প্রোফাইল এই সম্মেলনকে ঘিরে এখন থেকেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জাপান। ওই সম্মেলনে বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরআই






বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।