ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাস দমনে ৪০ কোটি ইউরোর ফান্ড গঠনের ঘোষণা বেলজিয়ামের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
সন্ত্রাস দমনে ৪০ কোটি ইউরোর ফান্ড গঠনের ঘোষণা বেলজিয়ামের বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল

ঢাকা: সন্ত্রাস দমন ও জঙ্গি মোকাবেলায় ৪০ কোটি ইউরোর (তিন হাজার তিনশ তিন কোটি টাকা) ফান্ড গঠনের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, হামলা প্যারিসে হলেও এর পরিকল্পনার জন্ম সিরিয়ায়। আর তা বাস্তবায়ন করেছে ফরাসি-বেলজিয়ান জঙ্গিরা।

এদিকে, ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালসও বলেছেন, প্যারিস হামলার পরিকল্পনা হয় সিরিয়া ও বেলজিয়ামে।

এ সময় তিনি ফ্রান্সের জরুরি অবস্থা তিন মাস পর্যন্ত বর্ধিত করার অনুরোধ করেন।

এর আগে পার্লামেন্টে কথা বলার সময় ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কথা বলেন। ফ্রান্সের সংবিধান অনুযায়ী, সংকটময় অবস্থায় দেশটির প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে ১২ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন। তবে এর মেয়াদ ১২ দিনের চেয়ে বেশি করতে হলে ফরাসি পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫/আপডেট: ১৫২১ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।