ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ২ মার্কিন ও ৬ জার্মান চিকিৎসক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০
আফগানিস্তানে ২ মার্কিন ও ৬ জার্মান চিকিৎসক নিহত

কাবুল: উত্তর আফগানিস্তানে দুইজন মার্কিন ও ছয়জন জার্মান চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা শনিবার বার্তাসংস্থা এএফপিকে একথা জানান।



ঘটনায় বেঁচে যাওয়া একজনের সাক্ষ্যমতে, বাদাখশান প্রদেশের গভীর জঙ্গলে সশস্ত্র ব্যক্তিরা এই আটজন বিদেশীসহ একজন আফগান নাগরিককে হত্যা করেছে। প্রাদেশিক পুলিশ প্রধান অ্যাকা নূর কিনতোজ এতথ্য জানান।

তিনি বলেন, “কুরান ওয়া মিনজান জেলার একটি জঙ্গলে তাঁদের মৃতদেহ পাওয়া গিয়েছে। ”

এদিকে মার্কিন দূতাবাস শুক্রবার বেশ কয়েকজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

মার্কিন দূতাবাসের মুখপাত্র কেইটলিন হাইডেন এক বিবৃতিতে বলেন, “আমাদের বিশ্বাস নিহতদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন নাগরিকও আছেন। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। ”

তিনি আরও বলেন, “নিহতদের পরিচয় এবং জাতীয়তা জানার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্যদের সঙ্গে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।