ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে পৃথক বোমা হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মে ২, ২০১৬
বাগদাদে পৃথক বোমা হামলায় নিহত ৯

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে বোমা হামলায় কমপক্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছে। পৃথক এসব হামলায় আহত হয়েছেন আরও ২৬জন।

সোমবার (০২ মে) এসব হামলার ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।

পুলিশ জানায়, সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটে দেশটির সাইদিয়া জেলায়, সেখানে ছয়জন নিহত ও ১৮জন আহত হয়েছেন।

বাগদাদের ২৫ কিলোমিটার উত্তরে তারমিয়া এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এতে দুইজন নিহত ও ৬জন আহত হন।

তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি। তবে আন্তজর্অতিক জঙ্গগোষ্ঠী আইএস এ হামলা চালাতে পারে বলে দাবি করছে স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।