ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মে ২, ২০১৬
বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ১৩

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত পূন্যার্থীর সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহতও হয়েছেন।

সোমবার (০২ মে) দেশটির পুলিশের বরাত দিয়ে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ তথ্য জান‍ায়।

খবরে বলা হয়, বাগদাদের দক্ষিণে গাড়িতে এ বোমা হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে চারজন শিয়া পূণ্যার্থী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯জনের মৃত্যু হয়।

বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ০২, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।