ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৯৪ শতাংশ পথ পরিভ্রমণ করেছে ‘সোলার ইমপালস’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, মে ৩, ২০১৬
৯৪ শতাংশ পথ পরিভ্রমণ করেছে ‘সোলার ইমপালস’

ঢাকা: সৌরশক্তিচালিত ‘বিশেষ’ উড়োজাহাজ ‘সোলার ইমপালস’ ইতোমধ্যে তার নির্ধারিত ৯৪ শতাংশ পথ সফলভাবে পরিভ্রমণ করেছে। শিগগিরই এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এরিজোনা রাজ্যে প্রবেশ করবে।

এর আগে হাওয়াই থেকে উড়াল দেওয়ার তিনদিন পর গত ২৪ এপ্রিল উড়োজাহাজটি নবম পর্বে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে সিলিকন ভ্যালিতে পৌঁছে।

বিকল্প জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করতে গত বছরের মার্চে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবির আল-বাতিন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সোলার ইমপালস। বিশ্ব পরিভ্রমণে এরপর ওমান, ভারত, মায়ানমার, চীন, জাপান থেকে হাওয়াই হয়ে ক্যালিফোর্নিয়া পৌঁছায়।

২৭০ বর্গমিটার পাখার উড়োজাহাজটির পুরো কাঠামোতে রয়েছে ১৭০০০টি সৌরকোষ। এসব সৌরকোষের পুরুত্ব ৩৫ মাইক্রন। পাখা দু’টি বোয়িং ৭৪৭ সিরিজের চেয়ে বড় হলেও ওজন ২৩০০ কেজি।

২২.৪ মিটার দৈর্ঘ্যের ‘সোলার ইমপালস’র গড় গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, মে ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।