ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেই মেসি ভক্তকে দেশ ছাড়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মে ৩, ২০১৬
সেই মেসি ভক্তকে দেশ ছাড়ার হুমকি ছবি: সংগৃহীত

ঢাকা: যুদ্ধ বিদ্ধস্ত আফগানিস্তানের লিওনেল মেসির সেই ছোট ফ্যানের কথা নিশ্চয় মনে আছে! সেই ৫ বছরের শিশু ও তার পরিবারকে এবার আফগানিস্তান ছাড়তে হচ্ছে।

মঙ্গলবার (০৩ মে) শিশুটির বাবা মোহাম্মদ আরিফ আহমাদির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আরিফ আহমাদির দাবি, অজ্ঞাতস্থান থেকে মোবাইলে তাদের পরিবারকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়।

বেশ কয়েকমাস আগে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে আফগান মেসির গল্প। আফগানিস্তানের গজনি শহরে আফগান মেসির বাস। মুরতাজা আহমাদি নামের এই শিশুটি ফুটবল খেলোয়ার মেসি বলতে অজ্ঞান। তার খুব ইচ্ছে হয়েছিল মেসির মতো জার্সি পরতে। কিন্তু সামর্থ্য না থাকায় প্লাস্টিকের একটি নীল সাদা ডোরাকাটা ব্যাগ কেটে জার্সি বানায় সে যা পরবর্তিতে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে।  

পরে বিষয়টি আসল মেসির নজরে আসলে নিজের স্বাক্ষর সম্বিলিত একটি জার্সি পাঠিয়ে দেন ছোট ভক্তের কাছে।

এদিকে হুমকি বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে হুমকি পেয়ে আফগানিস্তান ছেড়ে পাকিস্তানের কোয়েটা শহরে থাকার চিন্তা করছেন আরিফ ও তার পরিবার।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ০৩, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।