ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামে ৪ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ৪, ২০১৬
ভিয়েতনামে ৪ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১১১

ঢাকা: ভিয়েতনামে বিভিন্ন স্থানে গত চারদিনে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১১ জন নিহত হয়েছেন।

বুধবার (০৪ মে) দেশটির ন্যাশনাল ট্রাফিক সেফটি কমিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ন্যাশনাল ট্রাফিক সেফটি জানায়, শনিবার (৩০ এপ্রিল) থেকে মঙ্গলবার (০৩ মে) পর্যন্ত ভিয়েতনামের বিভিন্ন স্থানে দুর্ঘটনাগুলো ঘটেছে। আর এই চারদিন দেশটিতে স্বাধীনতা দিবস ও জাতীয় পুনর্মিলনী দিবস উপলক্ষে সরকারি ছুটি ছিল।

চারদিনে মোট ১৫২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৩৮ জন।

ভিয়েতনামে প্রতিবছর দুর্ঘটনায় দেশটির অনেক নাগরিক মারা যান। এক জরিপে দেখা গেছে, ২০১৫ সালে দেশটিতে প্রায় ২২ হাজার ৪০৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে শিশুসহ প্রায় ৮ হাজার ৬৭১ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।