ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রেডমার্ক যুদ্ধে ‘হারলো’ অ্যাপল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ৪, ২০১৬
ট্রেডমার্ক যুদ্ধে ‘হারলো’ অ্যাপল

ঢাকা: ট্রেডমার্ক যুদ্ধে চীনের হ্যান্ডব্যাগ প্রতিষ্ঠান ‘আইফোন’র কাছে হেরে গেছে অ্যাপলের আইফোন। এর ফলে এখন থেকে চীনা হ্যান্ডব্যাগ প্রতিষ্ঠান ‘আইফোন’ নামেই নিজেদের পণ্য বাজারজাত করতে পারবে।

সম্প্রতি চীনের সর্বোচ্চ আদালতের দেওয়া এ আদেশের বিষয়টি বুধবার (০৪ মে) স্থানীয় সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করে।

২০০৯ সালে চীনের বাজারে অ্যাপলের আইফোন প্রবেশ করে। একবছর পর অর্থ্যাৎ ২০১০ সাল থেকে চীনা হ্যান্ডব্যাগ বাজারজাতকারী প্রতিষ্ঠান আইফোন নাম দিয়ে বাজারে লেদার জাতীয় পণ্য, মোবাইল কেস বিক্রি করতে থাকে। এছাড়া তারা আইফোন লেখাটির ওপরে ‘আর’ সম্বলিত চিহ্ন ব্যবহার করে, যার অর্থ হলো নিবন্ধিত (রেজিস্টার্ড)।

এদিকে ‘আইফোন’ নাম ব্যবহারের কারণে ২০১২ সালে চীনা ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রথম মামলা করে অ্যাপল। কিন্তু এর আগে ২০০৭ সালে চীনা ওই প্রতিষ্ঠানটি আইফোন নাম ট্রেডমার্ক হিসেবে পেতে আবেদন করে।  

বিষয়টি এতদিন ঝুলে থাকলেও সম্প্রতি এ সংক্রান্ত রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।