ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়েস্ট ভার্জিনিয়ায় বার্নি স্যান্ডার্সের জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মে ১১, ২০১৬
ওয়েস্ট ভার্জিনিয়ায় বার্নি স্যান্ডার্সের জয়

ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রার্থিতার দৌড়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী বার্নি স্যান্ডার্স ওয়েস্ট ভার্জিনিয়া রাজ্যের প্রাইমারিতে জয় পেয়েছেন।

মঙ্গলবার (১০ মে) অনুষ্ঠিত প্রাইমারিতে ডেমোক্র্যাট দলের প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটনকে হারিয়ে তিনি এ জয় পান।

এতে হিলারিকে টক্কর দেওয়ার স্বপ্ন আরও জীবন্ত হলো ভারমন্ট রাজ্যের সিনেটর স্যান্ডার্সের।

স্যান্ডার্স প্রায় ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। হিলারি পেয়েছেন ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটারের সমর্থন। কিছুদিন আগে ইন্ডিয়ানা রজ্যেও জয় পান তিনি। এ জয়ের ফলে পর-পর দু’টি প্রাইমারিতে জয় নিশ্চিত করলেন স্যান্ডার্স।

জয়ী হওয়ার পর স্যান্ডার্স এক ভাষণে বলেন, ‘যদিও কিছু বিষয়ে হিলারির সঙ্গে আমি একমত নই। তবে একটি বিষয়ে আমরা একমত। আর তা হলো, আমরা অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করবো। ’

অপরদিকে, রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওয়েস্ট ভার্জিনিয়া ও নেবরাস্কা রাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী ঘোষণা করা হয়েছে। কয়েকদিন আগে অনুষ্ঠিত ইন্ডিয়ানা রাজ্যের প্রাইমারিতে ট্রাম্পের বড় জয়ের ফলে ক্ষোভ প্রকাশ করে মনোনয়ন প্রার্থির দৌড় থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন টেড ক্রুজ ও জন ক্যাসিচ।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ১১, ২০১৬/আপডেট: ০৯৫৫ ঘণ্টা
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।