ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অভিশংসন বাতিলে সুপ্রিম কোর্টে আবেদন করলেন রৌসেফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মে ১১, ২০১৬
অভিশংসন বাতিলে সুপ্রিম কোর্টে আবেদন করলেন রৌসেফ

ঢাকা: অভিশংসন প্রক্রিয়া বাতিলের দাবিতে ব্রাজিলের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।  

বুধবার (১১ মে) দেশটির সিনেটে অভিশংসনের বিষয়ে ভোট হবে।

আর এই ভোটের কয়েক ঘণ্টা আগে এ আবেদন জানালেন তিনি।

বুধবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে জানানো হয়, বুধবারের সিনেটের ভোটে রৌসেফ হারলে ১৮০ দিনের জন্য প্রেসিডেন্ট পদ হারাবেন তিনি।

এদিকে রৌসেফের অভিশংসন প্রক্রিয়া বাতিলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকেরা। এ সময় ব্রাজিলের বিভিন্ন প্রদেশের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 
এর আগে সোমবার (০৯ মে) অভিশংসন নিয়ে এপ্রিলে হওয়া নিম্নকক্ষের ভোটকে নাকচ করে দেন দেশটির কংগ্রেসের নিম্নকক্ষের ভারপ্রাপ্ত স্পিকার ওয়ালদির মারানহাও। কিন্তু ২৪ ঘণ্টা পার হতে না হতেই আবার তিনি সিদ্ধান্ত পাল্টে ফেলেন। বুধবার সিনেটে এ বিষয়ে ভোটের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ১১, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।