ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে পুলিশের গাড়িতে বোমা হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মে ১১, ২০১৬
তুরস্কে পুলিশের গাড়িতে বোমা হামলায় নিহত ৩

ঢাকা: তুরস্কের দিয়াবাকির প্রদেশে পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি কার বোমা হামলায় তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১২ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৪৫ জন।

তবে কারা এই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (১০ মে) এ হামলার ঘটনা ঘটে বলে বুধবার (১১ মে) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার পর পুলিশের গাড়িতে করে আহতদের হাসপাতালে নেওয়ার পথে সাতজনকে আটক করা হয়েছে। আটেকরা সন্দেহভাজন কুর্দিস ওয়ার্কার্স পার্টির (পিকেক) সদস্য। কুর্দিস জঙ্গি গোষ্ঠী হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ৩১ মার্চ একই প্রদেশে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় সাত পুলিশ সদস্য ২৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ১১, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।