ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ১১, ২০১৬
বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ১৬

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের সাদর সিটিতে গাড়ি বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

বুধবার (১১ মে) দেশটির হাসপাতাল ও পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দেশটির হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিক এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১১, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।