ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে পৃথক হামলায় ৬ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
আফগানিস্তানে পৃথক হামলায় ৬ পুলিশ কর্মকর্তা নিহত

কান্দাহার: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের খানসিন শহরে সোমবার দুটি পৃথক হামলায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার পুলিশ এতথ্য জানায়।

খবর এএফপির।

প্রাদেশিক পুলিশ উপপ্রধান কামালউদ্দিন খান বার্তা সংস্থা এএফপিকে বলেন, হেলমান্দ প্রদেশের খানসিন শহরে, পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে ৫ জন পুলিশ নিহত হন।

পুলিশ উপপ্রধান আরও জানান, হেলমান্দ প্রদেশের মুসা কালা শহরের একটি পুলিশ চেক পোস্টে রকেট ও মেশিনগান দিয়ে অপর হামলার ঘটনা ঘটে। এতে আরও জন পুলিশ সদস্য নিহত হন। এ হামলার জন্য তালিবানদের দায়ি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।