ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লরি চাপায় ৫ সাইকেল আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুন ৮, ২০১৬
যুক্তরাষ্ট্রে লরি চাপায় ৫ সাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে লরির ধাক্কায় পাঁচ সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বুধবার (০৮ জুন) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর চালক পালানোর চেষ্টা করলেও পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার কিছুক্ষণ আগে লরিটিকে এলোমেলোভাবে চলতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।