ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

একদিনের ব্যবধানে তুরস্কে পুলিশের ওপর আবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুন ৮, ২০১৬
একদিনের ব্যবধানে তুরস্কে পুলিশের ওপর আবার হামলা

ঢাকা: তুরস্কের মারদানে অবস্থিত একটি পুলিশ স্টেশনে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা না গেলেও বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৮ জুন) দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।  

২৪ ঘণ্টার ব্যবধানে দেশটির পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটলো। এর আগে মঙ্গলবার (০৭ জুন) ইস্তাম্বুল শহরে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় সাত পুলিশ সদস্যসহ ১১ জন নিহত হন। এছাড়া আহত অবস্থায় দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৩৬ জন।

তাৎক্ষণিক এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।