ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ৯, ২০১৬
 ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ১৫

ঢাকা: ব্রাজিলের সাও পাওলো রাজ্যে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।

এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন।

বৃহস্পতিবার (০৯ জুন) দেশটির স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সাও পাওলো রাজ্য থেকে ১২০ কিলোমিটার দূরের একটি সড়কে স্কুল শিক্ষার্থীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে স্থানীয় তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসটির চালক নিহত হন।  

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।