ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ১৮ নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ১৮ নারী নিহত

ঢাকা: নাইজেরিয়ার অ্যাডামাওয়া রাজ্যের মাদাগালি শহরের কাছে কুদা গ্রামে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় ১৮ জন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

নিখোঁজ রয়েছ্নে আরও বেশ কয়েকজন নারী।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে শনিবার (১৮ জুন) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি বাড়িতে বেশ কিছু শোকার্ত নারী শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন। বোকো হারামের জঙ্গিরা আকস্মিকভাবে মোটরসাইকেল যোগে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তারা বেশ কিছু বাড়ি-ঘরেও অগ্নিসংযোগ করে।

বোকো হারাম জঙ্গি সংগঠনটি প্রায়ই দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায়। এসব হামলায় নিহত ও হতাহতের ঘটনা ঘটে। ২০১৫ সালে নাইজেরিয়া সরকার ও বোকো হারামের মধ্যকার সংঘর্ষে অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ২৫ লক্ষাধিক মানুষ।

বোকো হারামকে রুখতে লড়াই অব্যাহত রেখেছে চারটি দেশের জোট একটি সামরিক জোট।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জুন ১৮, ২০১৬/আপডেট: ১৩০৩ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।