ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রিও ডি জেনিরোতে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
রিও ডি জেনিরোতে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা

ঢাকা: ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস শুরুর প্রায় ৫০ দিন আগে এই জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

শনিবার (১৮ জুন) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

রিও ডি জেনিরো রাজ্যের অন্তর্বর্তীকালীন গভর্নর ফ্রান্সিসকো ডোরনেলেস জানান, দেশের অর্থনৈতিক সংকটের কারণে অলিম্পিক আয়োজন সফল করতে শহর কর্তৃপক্ষের অঙ্গীকার হুমকির মুখে পড়তে পারে।

চলমান অর্থনৈতিক সংকটের জন্য কর ঘাটতিকে দায়ী করছেন তিনি। সেই সঙ্গে এ সংকট কাটিয়ে উঠতে আপদকালীন তহবিল থেকে অর্থ ছাড়েরও আহ্বান জানান তিনি।

তবে এই অর্থনৈতিক সংকট মোকাবেলায় দেশটির অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল টিম্বার অর্থনৈতিক সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
আরএইচএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।