ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আলজেরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৮ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আলজেরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৮ জঙ্গি নিহত

ঢাকা: উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ায় সরকারি বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে সশস্ত্র আট জঙ্গি নিহত হয়ছেন। এ সময় সন্দেহভাজন চার জঙ্গিকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়।

রোববার (১৯ জুন) দেশটির রাজধানী আলজিয়ার্স থেকে দক্ষিণে মিদিয়া শহরে এই ঘটনা ঘটে বলে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

নিহত ও আটকেরা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আগে ওই এলাকায় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা এবং আইএসের হামলার ঘটনা ঘটেছে। সেই সূত্রে নিহত ও আটক জঙ্গিরা এই দু’টি জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে আলজেরিয়ায় জঙ্গি হামলার ঘটনা কম হলেও ১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।