ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় পুলিশ হেডকোয়াটারের সামনে আত্মঘাতী বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
ইন্দোনেশিয়ায় পুলিশ হেডকোয়াটারের সামনে আত্মঘাতী বিস্ফোরণ

ঢাকা: ইন্দোনেশিয়ার সোলো শহরে পুলিশ হেডকোয়াটারের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হামলাকারী নিহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় সময় মঙ্গলবার (০৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হামলার এ ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

কেন্দ্রীয় জাভা পুলিশ প্রধান মেজর জেনারেল কন্দ্রো কিরোনো বলেন, পুলিশ ও নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।

একটি মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী নিজেকে উড়িয়ে দেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।