ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রী গাব্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
পদত্যাগ করলেন ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রী গাব্বান

ঢাকা: ইরাকজুড়ে ইসলামিক স্টেটের বোমা হামলায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় সমালোচনার মুখে পদত্যাগ করলেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালেম আল-গাব্বান।

মঙ্গলবার (০৫ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে গত ৩ জুলাই ইরাকের রাজধানী বাগদাদের দু’টি বাণিজ্যিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন ২শ’ জন। আহত হন শতাধিক। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বোমা হামলার পর জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন দেশটির নাগরিকরা। এ সময় সরকারের পদত্যাগের দাবি তোলেন তারা।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
আরএইচএস/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।