ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে সুপার টাইফুন ‘নিপারতাক’র আঘাত শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৬
তাইওয়ানে সুপার টাইফুন ‘নিপারতাক’র আঘাত শুক্রবার

ঢাকা: তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ‘নিপারতাক’। স্থানীয় সময় শুক্রবার (০৮ জুলাই) সকালে এটি দেশটির উপকূলে আঘাত হানবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে এগিয়ে যাওয়া টাইফুনটি ২০১৫ সালে আঘাত হানা সুপার টাইফুন ‘সুদেলর’র চেয়ে শক্তিশালী। গত বছর ওই টাইফুনে দেশটিতে কয়েক লাখ ডলার মূল্যের ক্ষয়ক্ষতি হয়। সুদেলরের আঘাতে তাইওয়ান ও চীনে কমপক্ষে ৩৫ জনের প্রাণহানি হয়।

টাইফুনের প্রস্তুতির বিষয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইতোমধ্যে কয়েক হাজার নিরাপত্তাকর্মী কাজ শুরু করেছেন। সর্বোচ্চ সর্তকতা নেওয়া হয়েছে।

‘নিপারতাক’র আঘাতে প্রথমে পূর্বাঞ্চলীয় ইয়ালান ও গুয়ালিন ক্ষতিগ্রস্ত হতে পারে। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকর্তারা। মৌসুমের প্রথম ঝড়টি দেশটির গত ছয় বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে।

ঝড়ের প্রভাবে ৯শ’ মিলিমিটার বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, যা ভয়াবহ বন্যার সৃষ্টি করবে। এছাড়া সমুদ্রের স্রোত ১৪ মিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে যৌথ টাইফুন ওয়ার্নিং সেন্টার।

টাইফুনের প্রভাবে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৬টার পর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩১ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হতে পারেন। এখন পর্যন্ত ক্যাটাগরি ৫ রূপান্তরিত হওয়া সুপার টাইফুন ‘নিপারতাক’র প্রভাবে তাইওয়ানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

পাশ্ববর্তী ফিলিপাইন ও চীনেও টাইফুনের প্রভাব পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।