ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় ঘুর্ণিঝড় বন্যা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০
দক্ষিণ কোরিয়ায় ঘুর্ণিঝড় বন্যা, নিহত ৪

সিউল: ঘুর্ণিঝড় দিয়ানমুর প্রভাবে ভারি বর্ষণে দক্ষিণ কোরিয়ায় বন্যা দেখা দিয়েছে। ঘুর্নিঝড়ে চারজন নিহত হয়েছে।

বুধবার দেশটির দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থা এ তথ্য জানায়।

কোরিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, সিউলের উত্তরপশ্চিমাঞ্চলে মঙ্গলবার তিন ঘণ্টায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এসময় পানিতে ডুবে দুই পথচারির মৃত্যু হয়েছে।  

এছাড়া সিউলের পশ্চিমাঞ্চলীয় জেলা ম্যাপোতে বন্যার পানিতে আটকে এক ট্যাক্সি চালক নিহত হয়েছেন।

বন্যায় সারদেশে ১৩০টি বাড়ি তলিয়ে গেছে। ডুবে গেছে রাস্তাঘাট। বিমান চলাচলও বিঘ্নিত হচ্ছে। এ পর্যন্ত ৭৪ টি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ৯১টি ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এদিকে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুসানে ঘুর্ণিঝড়ের কবলে পড়ে এক টেলিভিশনের সাংবাদিক নিহত হয়েছেন। ইয়নহাপ  বার্তা সংস্থা বুধবার একথা নিশ্চিত করেছে।

দিয়ানমুর ফলে দক্ষিণ কোরিয়ার, দক্ষিণ উপকূলে ভূমিধস হয়েছে। এদিকে বুধবার আরও বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।