ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৩৩

ঢাকা: নেপালে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) স্থানীয় সময় দুপুরে মাউন্টেন হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

মন্ত্রণালয় কর্মকর্তা চিরঞ্জিব জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকেই গুরুতর। তাদের বাঁচাতে একটি বিশেষ হেলিকপ্টরে করে রাজধানী কাঠমান্ডুতে হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় বাসটি মূল সড়ক থেকে অন্তত ৫০০ ফুট নিচে পড়ে যায়। এ ঘটনায় আরও হতাহতের শঙ্কা রয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।